Bangla Typing in Computer | কম্পিউটারে বাংলা টাইপিং
Bangla Typing |
সাধারনভাবে কম্পিউটার এ ইংরেজীতেই বেশি লেখা হয়, কারন কম্পিউটার প্রোগ্রামগুলো ইংরেজীতে লেখা থাকে। তবে প্রয়োজনে কম্পিউটারে আমাদের নিজস্ব ভাষায়ও লেখার প্রয়োজন হয়। সেক্ষোত্রে আমরা যদি কম্পিউটারে বাংলা ভাষায় কোন কিছু লিখতে চাই, তার জন্য কম্পিউটারে আলাদা একটি সফটওয়্যার প্রয়োজন হয়। সফটওয়্যারটি নাম হলো বিজয়।
বিজয় সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল করার পর নিম্নোক্ত ধাপগুলো সম্পন্ন করার মাধ্যমে কি-বোর্ডকে বাংলায় রুপান্তর করা যায়।
১) এম.এস ওয়ার্ড ওপেন করতে হবে।
২) বিজয় সফটওয়্যারটি ওপেন করতে হবে।
৩) Font হিসেবে sutonnyMJ নির্বাচন করতে হবে।
৪) Keyboard হতে একসাথে একবার ctrl+Alt চেপে রেখে B প্রেস করতে হবে।
কী-বোর্ডকে বাংলায় রুপান্তর করার পর আমাদের স্বরবর্ন, ব্যঞ্জনবর্ন ও যুক্তবর্ন শিখতে হবে। যা নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো।
স্বরবর্নঃ
স্বরবর্ন |
বি:দ্র: “+” চিহ্নিত কী-গুলোকে একত্রে এবং “-” চিহ্নিত কী-গুলোকে আলাদা প্রেস করতে হবে।
ব্যঞ্জনবর্নঃ
ব্যঞ্জনবর্ন |
যুক্তবর্নঃ
যুক্তবর্ন বলতে দুই বা ততোধিক ব্যঞ্জনবর্নের সম্মিলিত রুপকে বোঝায়। এক্ষেত্রে দুটি ব্যঞ্জনবর্ন শুধুমাত্র পাশাপাশি লেখলেই বর্ন দুটি যুক্ত হবে না। দুটি বর্ন যুক্ত করার জন্য যুক্তকৃত বর্ন দুটির মাঝে (্) বা G প্রেস করতে হবে। যদি আমরা ক্ষ লিখতে চাই, তাহলে প্রথমে বুঝতে হবে এই যুক্তবর্নের মাঝে কোন ব্যঞ্জনবর্ন আছে। ক্ষ= ক+ষ মিলে হয়। তাই ক্ষ লেখার জন্য প্রেস করতে হবে J G SHIFT+N.
নিম্নে কতগুলো যুক্তবর্নের রুপ দেয়া হলোঃ
** গ্র (গ+ র-ফলা) = O+Z ; যেমনঃ গ্রাস
** গ্ল (গ+ল) = O+G+(Shift+V) ; যেমনঃ গ্লাস
** গ্রু (গ+র+ু) = O+Z+S ; যেমনঃ গ্রুপ
** ঙ্ক (ঙ+ক) = Q+G+J ; যেমনঃ অঙ্কন
** ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) ; যেমনঃ শঙ্খ
** জ্জ (জ+জ) = U+G+U ; যেমনঃ লজ্জা
** দ্ম (দ+ম) = L+G+M ; যেমনঃ পদ্মা
** জ্জ্ব (জ+জ+ব) = U+G+(Shift+I) ; যেমনঃ উজ্জ্বল
** ট্ট (ট+ট) = T+T ; যেমনঃ চট্টগ্রাম
** ন্ঠ (ন+ঠ) = (Shift+B)+G+(Shift+T) ; যেমনঃ লণ্ঠন
** ত্থ (ত+থ) = K+G+(Shift+K) ; যেমনঃ অশ্বত্থ
** ত্ম (ত+ম) = K+G+M ; যেমনঃ আত্ম
** ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H ; যেমনঃ তত্ত্বাবধায়ক
** ত্রু (ত+র-ফলা+ু) = K+Z+S ; যেমনঃ ত্রুটি
** দ্রু (দ+র+ু) = L+Z+S ; যেমনঃ দ্রুত
** ধ্রু (ধ+র-ফলা+ু) = (Shift+L)+Z+S
** ন্থ (ন+হ) = B+G+(Shift+K) ; যেমনঃ গ্রন্থ
** ন্ব (ন+ব) = B+G+H ; যেমনঃ অন্বেষণ
** ন্ম (ন+ম) = B+G+M ; যেমনঃ জন্ম
** ন্ট্রা (ন+ট+র+া) = B+G+T+Z+F ; যেমনঃ কন্ট্রাক্টর
** ন্ড্রু (ন+ড+র+ু) = B+G+K+Z ; যেমনঃ এন্ড্রু
** ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z ; যেমনঃ চন্দ্রিমা
** ন্ধ (ন+ধ) = B+(Shift+L) ; যেমনঃ অন্ধ
** ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) ; যেমনঃ উপলব্ধি
** ভ্র (ভ+র) = (Shift+H)+Z ; যেমনঃ ভ্রমণ
** ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S) ; যেমনঃ ভ্রুকটি
** ম্ন (ম+ন) = M+G+B ; যেমনঃ নিম্ন
** ক্ত (ক+ত) = J+G+k ; যেমনঃ তক্তা
** ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ; যেমনঃ ক্ষমা
** হ্ম (হ+ম) = I+G+M ; যেমনঃ ব্রহ্মা
** ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M ; যেমনঃ লক্ষ্মী
** জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) ; যেমনঃ অজ্ঞ
** ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ; যেমনঃ গুঞ্জন
** ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y ; যেমনঃ চঞ্চল
** ব্ব (ব+ব) = H+G+H ; যেমনঃ আব্বা
** ত্ত (ত+ত) = K+G+K ; যেমনঃ মত্ত
** ত্র (ত+র) = k+Z ; যেমনঃ ত্রাণ
** হৃ (হ+ ঋ) = I+ ; যেমনঃ হৃদয়
** ঘু (ঘ+ু) = (Shift+O)+S ; যেমনঃ ঘুঘু
** হু (হ+ু) = I+S ; যেমনঃ হুংকার
** শু (শ+ু) = (Shift+M)+S ; যেমনঃ শুটকি
** ক্র (ক+র) = J+Z ; যেমনঃ ক্রন্দন
** ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z ; যেমনঃ মন্ত্র
** দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) ; যেমনঃ উদ্ধার
** দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) ; যেমনঃ উদ্ভাবক
** ক্স (ক+স) = J+G+N ; যেমনঃ কক্সবাজার
** ক্ম (ক+ম) = J+G+M ; যেমনঃ রুক্মিণী
** ক্ল (ক+ল) = J+G+(Shift+V) ; যেমনঃ ক্লাস
** ঙ্গ (ঙ+গ) = Q+G+O ; যেমনঃ অঙ্গন
** স্ক্র (স+ক+র) = N+G+J+Z ; যেমনঃ স্ক্রিন
** স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V) ; যেমনঃ স্প্লিন্টার
** হ্ন (হ+ন) = I+G+B ; যেমনঃ বহ্নি
** স্ফ (স+ফ) = N+G+(Shift+R) ; যেমনঃ স্ফীত
** চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H ; যেমনঃ উচ্ছ্বাস
** হ্ব (হ+ব) = I+G+H ; যেমনঃ বিহ্বল
** চ্ছ (চ+ছ) = Y+G+(Shift+Y) ; যেমনঃ যথেচ্ছা
** ক্ক (ক+ক) = J+G+J ; যেমনঃ চক্কর
** গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) ; যেমনঃ মুগ্ধ
** গ্ম (গ+ম) = O+G+M ; যেমনঃ বাগ্মী
** ল্কা (ল+ক+া) = V+G+J+F ; যেমনঃ হাল্কা
** শ্ম (শ+ম) = (Shift+M)+G+M ; যেমনঃ শ্মশান
** ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J ; যেমনঃ পরিষ্কার
** ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T) ; যেমনঃ সুষ্ঠু
** ষ্প (ষ+প) = (Shift+N)+G+R ; যেমনঃ নিষ্পাপ
** ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R) ; যেমনঃ নিষ্ফল
** ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z ; যেমনঃ রাষ্ট্র
** ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) ; যেমনঃ উষ্ণ
** ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M ; যেমনঃ গ্রীষ্ম
** স্থ (স+হ) = N+G+(Shift+K) ; যেমনঃ অবস্থান
** স্ত্র (স+ত+র) = N+G+K+Z ; যেমনঃ অস্ত্র
** স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S ; যেমনঃ স্ক্রু
7 Comments
হৃ (হ+ ঋ) = I+ ; যেমনঃ হৃদয় ??
ReplyDeleteইঞ্জিন কিভাবে?
ReplyDeleteঞ+জ, যেমন= ইঞ্জিন
DeleteNine √√
ReplyDeleteএাণ িক ভা েবে
ReplyDeleteAi juktoborno shiklai hoba na aro shokta hoba
ReplyDeleteরূপ?
ReplyDelete