Result Sheet in Microsoft Excel | রেজাল্ট শীট তৈরী
কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট শীট তৈরী করতে হলে নিম্নোক্ত শর্তগুলো মেনে চলতে হয়।
প্রয়োজনীয় শর্তসমূহঃ
১) যদি Mark>=80 হয়, তবে গ্রেড হবে A+ এবং পয়েন্ট হবে 5.00
২) যদি Mark>=70 হয়, তবে গ্রেড হবে A এবং পয়েন্ট হবে 4.00
৩) যদি Mark>=60 হয়, তবে গ্রেড হবে A- এবং পয়েন্ট হবে 3.50
৪) যদি Mark>=50 হয়, তবে গ্রেড হবে B এবং পয়েন্ট হবে 3.00
৫) যদি Mark>=40 হয়, তবে গ্রেড হবে C এবং পয়েন্ট হবে 2.50
৬) যদি Mark>=33 হয়, তবে গ্রেড হবে D এবং পয়েন্ট হবে 2.00
৭) যদি Mark< 33 হয়, তবে গ্রেড হবে F এবং পয়েন্ট হবে 0.00
ধাপ-০১: প্রথমে নিচের Workbook এর মত হুবহু একটি Workbook তৈরী করুন।
Result Sheet-02 |
ধাপ-০২: B_Grade বের করতে হবে। B_grade হলো বাংলা বিষয়ের মার্কের উপর ভিত্তি করে বাংলার রেজাল্ট, যা IF logical formula ব্যবহার করে উপরোক্ত শর্তের ভিত্তিতে বের করতে হবে । তাই D2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের Formula লিখতে হবে।
=IF(C2>=80,"A+",IF(C2>=70,"A",IF(C2>=60,"A",IF(C2>=50,"B",IF(C2>=40,"C",IF(C2>=33,"D",
IF(C2<33,"F")))))))
ধাপ-০৩: B_Point বের করতে হবে। B_Point হলো বাংলা বিষয়ের মার্কের উপর ভিত্তি করে বাংলার রেজাল্ট, যা IF logical formula ব্যবহার করে উপরোক্ত শর্তের ভিত্তিতে বের করতে হবে । তাই E2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের Formula লিখতে হবে।
=IF(C2>=80,"5.00",IF(C2>=70,"4.00",IF(C2>=60,"3.50",IF(C2>=50,"3.00",IF(C2>=40,"2.50",
IF(C2>=33,"2.00",IF(C2<33,"0.00")))))))
ধাপ-০৪: E_Grade বের করতে হবে। E_grade হলো ইংরেজী বিষয়ের মার্কের উপর ভিত্তি করে ইংরেজীর রেজাল্ট, যা IF logical formula ব্যবহার করে উপরোক্ত শর্তের ভিত্তিতে বের করতে হবে । তাই G2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের Formula লিখতে হবে।
=IF(F2>=80,"A+",IF(F2>=70,"A",IF(F2>=60,"A",IF(F2>=50,"B",IF(F2>=40,"C",IF(F2>=33,"D",
IF(F2<33,"F")))))))
ধাপ-০৫: E_Point বের করতে হবে। E_Point হলো ইংরেজী বিষয়ের মার্কের উপর ভিত্তি করে ইংরেজীর রেজাল্ট, যা IF logical formula ব্যবহার করে উপরোক্ত শর্তের ভিত্তিতে বের করতে হবে । তাই H2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের Formula লিখতে হবে।
=IF(F2>=80,"5.00",IF(F2>=70,"4.00",IF(F2>=60,"3.50",IF(F2>=50,"3.00",IF(F2>=40,"2.50",
IF(F2>=33,"2.00",IF(F2<33,"0.00")))))))
ধাপ-০৬: M_Grade বের করতে হবে। M_Grade হলো গনিত বিষয়ের মার্কের উপর ভিত্তি করে গনিতের রেজাল্ট, যা IF logical formula ব্যবহার করে উপরোক্ত শর্তের ভিত্তিতে বের করতে হবে । তাই J2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের Formula লিখতে হবে।
=IF(I2>=80,"A+",IF(I2>=70,"A",IF(I2>=60,"A",IF(I2>=50,"B",IF(I2>=40,"C",IF(I2>=33,"D",
IF(I2<33,"F")))))))
ধাপ-০৭: M_Grade বের করতে হবে। M_Grade হলো গনিত বিষয়ের মার্কের উপর ভিত্তি করে গনিতের রেজাল্ট, যা IF logical formula ব্যবহার করে উপরোক্ত শর্তের ভিত্তিতে বের করতে হবে । তাই K2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের Formula লিখতে হবে।
=IF(I2>=80,"5.00",IF(I2>=70,"4.00",IF(I2>=60,"3.50",IF(I2>=50,"3.00",IF(I2>=40,"2.50",
IF(I2>=33,"2.00",IF(I2<33,"0.00")))))))
ধাপ-০৮: GPA বের করতে হবে। GPA হলো প্রতি বিষয়ের প্রাপ্ত পয়েন্টের গড় পয়েন্ট। তাই L2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের ফরমুলা লিখতে হবে।
=IF(MIN(C2,F2,I2)<33,"F",(E2+H2+K2)/3)
ধাপ-০৯: Final Grade বের করতে হবে। তাই M2 সেলে কার্সার পয়েন্ট করে নিচের ফরমুলা লিখতে হবে।
=IF(MIN(C2,F2,I2<33,"F",IF(L2>=5,"A+",IF(L2>=4,"A",IF(L2>=3.5,"A",IF(L2>=3,"B",
IF(L2>=2.5,"C",IF(L2>=2,"D",IF(L2<2,"F"))))))))
ফলাফল:
Result Sheet Result |
উপরোক্ত রেজাল্ট শীটের এক্সেল ফাইল ডাউনলোড করুনঃ
0 Comments