Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Computer Operation | কম্পিউটারের কাজ কি [Introduction to Computer-02]

Computer Operation | কম্পিউটারের কাজ কি

Basic Computer operation
Introduction to Computer | operation of Computer
আধুনিক সময়ের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হলে কম্পিউটার। কম্পিউটার শব্দের অর্থ গণনা করা। কিন্তু বর্তমানে কম্পিউটার শুধু গণনার (যোগ, বিয়োগ, গুন, ভাগ) কাজই করে না। এছাড়াও অনেক কাজ করে থাকে, যা নিম্নে উল্লেখ করা হলো:


১) আভিধানিক অর্থের দিক থেকে কম্পিউটার গানিতিক কাজ (যোগ, বিয়োগ, গুন, ভাগ) করে।
২) কম্পিউটার ব্যবহারকারীর নিকট হতে ইনপুট ডিভাইসের সাহায্যে ডাটা বা উপাত্ত ও নির্দেশনা গ্রহন করে।
৩) গ্রহনকৃত ডাটা নির্দেশনা মোতাবেক বিশ্লেষন করে।
৪) বিশ্লেষন করার ক্ষেত্রে কম্পিউটার গানিতিক ও যৌক্তিক প্রক্রিয়া অবলম্বন করে।
৫) ব্যবহারকারীর চাহিদা মোতাবেক বিশ্লেষনকৃত ডাটা হতে প্রয়োজনীয় ফলাফল তৈরী করে।
৬) তৈরীকৃত ফলাফল আউটপুট ডিভাইসের মাধ্যমে তা ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে।
৭) ভবিষ্যতে ব্যবহারের জন্য উক্ত ফলাফলকে মেমোরীর সাহায্যে স্থায়ীভাবে সংরক্ষন করে।
৮) কম্পিউটার মানুষের রচিত প্রোগ্রামকে মেমোরীতে সংরক্ষন করে সেই মোতাবেক কাজ করতে পারে। 

Post a Comment

0 Comments