Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

What is Computer? | কম্পিউটার কি ? [Introduction to Computer-01]


What is Computer? | কম্পিউটার কি ?


Computer শব্দটি গ্রীক শব্দ 'Compute'এবং ল্যাটিন শব্দ 'Computare' থেকে এসেছে। যার অর্থ  গণনা করা। শাব্দিক অর্থের দিক হতে কম্পিউটারকে গননাকারী যন্ত্র বলা যায়। তবে আধুনিক কম্পিউটার শুধু গননার  কাজেই সীমাবদ্ধ নেই। 


What is Computer? | কম্পিউটার কি ?

কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা কোন ব্যবহারকারীর নিকট হতে ডাটা গ্রহন করে, গ্রহনকৃত ডাটাকে সংরক্ষিত নির্দেশনা অনুসারে প্রসেস করে, প্রসেসকৃত ডাটা হতে একটি ফলাফল প্রদান করে এবং প্রাপ্ত ফলাফলকে  ভবিষ্যতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে সংরক্ষন করে। কম্পিউটার মূলত ডাটাকে গানিতিক ও যৌক্তিক উপায়ে প্রসেস বা প্রক্রিয়াজাত করে থাকে। 


যদি আমরা বিশদভাবে কম্পিউটারকে বুঝতে চাই, তবে নিচের ব্লক চিত্রকে দেখলেই বুঝতে পারব।



ধাপ ১: ইনপুট হিসাবে ডাটা গ্রহন করা।
ধাপ ২: নির্দেশ অনুসারে গানিতিক ও যৌক্তিক উপায়ে ডাটা প্রসেস করা।
ধাপ ৩: প্রসেসকৃত ডাটা হতে প্রয়োজনীয় ফলাফল তৈরী করা।
ধাপ ৪: আউটপুট হিসেবে ফলাফল প্রদর্শন করা।
ধাপ ৫: ভবিষ্যত ব্যবহারের জন্য ফলাফল সংরক্ষন করা।



Post a Comment

1 Comments