Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Muktostudy is an educational website; Dedicated for you

বিরাম চিহ্ন

 



বিরাম চিহ্ন

·       বাংলা ভাষায় ১৮৫৭ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি বইয়ে প্রথম বিরাম/যতি চিহ্নের প্রচলন করেন।

·       বিরাম চিহ্নের নাম ও ব্যবহারের সময়কাল মনে রাখার কৌশল:

ক্র.নং

যতক্ষন থামতে হবে

কৌশল

বিরাম চিহ্ন

০১

এক বলার সময়

এক মানে উক

উদ্ধরণ (“”)

কমা/পাদচ্ছেদ (,)

০২

এক বলার দ্বিগুন সময়

কমার উপরে ফোটা

সেমিকোলন/অর্ধচ্ছেদ (;)

০৩

এক সেকেন্ড

ড্যাশদা ও কোকো ১ সেকেন্ড বিজি

ড্যাশ (-)

দাড়ি (।)

কোলন (:)

কোলন ড্যাশ (:-)

বিস্ময় (!)

জিজ্ঞাসা (?)

০৪

থামার প্রয়োজন নেই

হাই  ব্র্যাব কিন্তু থামেনি

হইফেন (-)

ইলেক (‍’)

ব্যাকরণিক

বন্ধনি [{()}]

 

Post a Comment

0 Comments