মনেকরি, আপনি একটি কোম্পানী বা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত আছেন। আপনাকে ঐ অফিসের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি মাসের বেতন নির্ণয় করতে হবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। আর এই বেতন নির্ণয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের শর্তসমূহ আপনাকে প্রদান করা হলো।
প্রয়োজনীয় শর্তসমূহঃ
* বাসা ভাড়া বা Home rent হবে বেসিক বেতনের ২০%
* চিকিৎসা ভাতা বা Medical Allowance হবে বেসিক বেতনের ১২%
* ভ্রমন ভাতা বা Transport Allowance হবে বেসিক বেতনের ৮%
* দৈনিক খরচ বা Daily Allowance হবে বেসিক বেতনের ৫%
* ফান্ড খরচ বা Provident Fund হবে বেসিক বেতনের ২%
ধাপ-১: প্রথমে নিচের Workbook এর মত এক্সেলে একটি workbook তৈরী করেন।
| Salary Sheet |
ধাপ-২: Home Rent বের করতে হবে। Home Rent হলো বাসা ভাড়া, যা শর্ত অনুসারে বেসিক এর ২০%। তাই E2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =D2*20% এবং Enter প্রেস করতে হবে।
ধাপ-৩: Medical Allownce বের করতে হবে। Medical Allownce হলো চিকিৎসা ভাতা, যা শর্ত অনুসারে বেসিক এর ১২%। তাই F2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =D2*12% এবং Enter প্রেস করতে হবে।
ধাপ-৪: Transport Allownce বের করতে হবে। Transport Allownce হলো ভ্রমন ভাতা, যা শর্ত অনুসারে বেসিক এর ৮%। তাই G2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =D2*8% এবং Enter প্রেস করতে হবে।
ধাপ-৫: Daily Allownce বের করতে হবে। Daily Allownce হলো দৈনিক ভাতা, যা শর্ত অনুসারে বেসিক এর ৫%। তাই H2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =D2*5% এবং Enter প্রেস করতে হবে।
ধাপ-৬: Gross Salary বের করতে হবে। Gross Salary হলো বেসিকসহ সকল প্রাপ্ত ভাতার সমষ্টি। তাই I2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =sum(D2:H2) এবং Enter প্রেস করতে হবে।
ধাপ-৭: Profident Fund বের করতে হবে। Profident Fund হলো অবসর ভাতার জন্য প্রতিমাসের কেটে নেওয়া টাকা, যা শর্ত অনুসারে বেসিক এর ২%। তাই J2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =D2*2% এবং Enter প্রেস করতে হবে।
ধাপ-8: Net Salary বের করতে হবে। Net Salary হলো প্রতিমাসের নীট প্রাপ্ত টাকা, যা মোট প্রাপ্ত টাকা থেকে মোট কেটে নেওয়া টাকা বাদ দিতে হবে। তাই K2 সেলে কার্সার পয়েন্ট করে লিখতে হবে =I2-J2 এবং Enter প্রেস করতে হবে।
ফলাফল:
| Salary Sheet Result |
উপরোক্ত Salary Sheet এর এক্সেল ফাইল ডাউনলোড করুন:

0 Comments