ইনফরমেশন
Information |
কম্পিউটার বিজ্ঞান অনুসারে, কোন বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরনের ফলে প্রাপ্ত ফলাফলকেই ইনফরমেশন বা তথ্য বলে। কোন ছাত্রের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর হলো ডেটা কিন্তু সকল বিষয়ের প্রাপ্ত নম্বর থেকে তৈরী ফলাফলের প্রোগ্রেস রিপোর্টই হলো ইনফরমেশন। ডেটাকে প্রক্রিয়াকরনের ফলে ইনফরমেশন পাওয়া যায়। অর্থ্যাৎ ডেটার প্রসেস পরবর্তী অর্থবহ রুপকেই ইনফরমেশন বলে। ইনফরমেশন স্পষ্ট, নির্ভুল, প্রয়োজনীয় ও সংক্ষিপ্ত হওয়া দরকার।
Information Flow |
0 Comments