ডেটা ও ইনফরমেশনের মাঝে পার্থক্য
Difference between data & information |
ডেটাঃ
১) ডেটা হলো প্রক্রিয়করনবিহীন ঘটনাচিত্র।
২) ডেটা অগোছালো ও অসজ্জিত থাকে।
৩) ডেটা হলো তথ্যের খন্ডাংশ।
৪) ডেটা অর্থবহ ও ব্যবহার উপযোগী নয়।
৫) ডেটাকে প্রক্রিয়াকরন করলে তথ্য পাওয়া যায়।
৬) ডেটা একটি একক ধারনা অর্থ্যাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা।
৭) উদাহরন:
ক্রমিক, নাম, রোল, নম্বর, ৫০, ৬০
ইনফরমেশনঃ
১) তথ্য হলো প্রক্রিয়াজাত ডেটা।
২) তথ্য সাজানো ও সুসজ্জিত।
৩) তথ্য হলো উপাত্তের সমষ্টি।
৪) তথ্য অর্থবহ ও ব্যবহার উপযোগী।
৫) তথ্যকে প্রক্রিয়াকরন করলে তথ্যই পাওয়া যায়। এক্ষেত্রে তথ্যকে উপাত্ত হিসাবে পুনঃপ্রক্রিয়াকরন করা হয়।
৬) উপাত্তকে প্রক্রিয়াকরন করে তথ্যে রুপান্তর করা হয়।
৭) উদাহরনঃ
ক্রমিক নাম রোল নম্বর
১ কাদের ০১ ৫০
0 Comments