Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Muktostudy is an educational website; Dedicated for you

Difference between computer & calculator |[Introduction to computer-3] কম্পিউটার ও ক্যালকুলেটরের মাঝে পার্থক্য

Difference between computer & calculator | 

কম্পিউটার ও ক্যালকুলেটরের মাঝে পার্থক্য

Introduction to computer
Difference between computer and calculator | introduction to computer


কম্পিউটারকে অর্থের দিক হতে বলা হয় গণনাকারী যন্ত্র। আবার ক্যালকুলেটরও গণনাকারী যন্ত্র। অর্থগত দিক হতে কম্পিউটার ও ক্যালকুলেটর একই অর্থবোধক হলেও কাজের দিক হতে রয়েছে অনেক পার্থক্য, যা নিম্নে উল্লেখ করা হলো:


কম্পিউটার

১) কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র, যা ডাটা গ্রহন করে এবং গানিতিক ও যৌক্তিক প্রক্রিয়ায় প্রসেস করে ফলাফল প্রদান করে।

২) কম্পিউটার শুধুমাত্র গানিতিক কাজ না করে, যৌক্তিক কাজও সম্পন্ন করে।

৩) যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগ্রহন করতে পারে।

৪) ব্যবহারকারীর তৈরী করা প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারে।

৫) স্থায়ীভাবে ডাটা সংরক্ষনের ব্যবস্থা আছে।

৬) কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ করে প্রিন্ট করার সুব্যবস্থা রয়েছে।

৭) কম্পিউটারের ডিসপ্লেতে ভিডিও অপারেট করার ব্যবস্থা আছে। 

৮) কম্পিউটার একসাথে অনেকগুলো কাজ করতে পারে।

৯) কম্পিউটারের সাহায্যে কমিউনিকেশনের কাজ করা যায়।

১০) কম্পিউটার আকারে বড়।

১১) দাম অনেক বেশি।

ক্যালকুলেটর:


১) ক্যালকুলেটরে একটি ইলেকট্রনিক্স যন্ত্র, যা শুধুমাত্র গানিতিক কাজ সম্পন্ন করে।

২) শুধুমাত্র গানিতিক কাজ সম্পন্ন করে।

৩) কোন প্রকার সিদ্ধান্তগ্রহনমূলক কাজ করতে পারে না।

৪) সংরক্ষিত প্রোগ্রাম অনুযায়ী নির্দিষ্ট কাজ করতে পারে।

৫) অস্থায়ীভাবে সামান্য ডাটা সংরক্ষন করতে পারে।

৬) এতে ডাটা প্রিন্ট করার কোন ব্যবস্থা নেই।

৭) ক্যালকুলেটরে ডিসপ্লে থাকলেও তাতে কোন ভিডিও অপারেট করার ব্যবস্থা নেই।

৮) ক্যালকুলেটর একসাথে শুধুমাত্র একটি কাজ সম্পন্ন করে।

৯) এটা কমিউনিকেশনের কোন কাজ করতে পারে না।

১০) ক্যালকুলেটর আকারে ছোট।

১১) ক্যালকুলেটরের দাম কম্পিউটারের তুলনায় নগন্য।





Post a Comment

1 Comments