১। উপসর্গ:
- ইংরেজী Prefix শব্দকে বাংলায় উপসর্গ বলে।
- বাংলা ভাষায় কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যেগুলো স্বাধীনভাবে বাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে।
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্ট করে, তাদেরকে উপসর্গ বলে।
- উপসর্গ সংস্কৃত শব্দ।
- উপসর্গের পারিভাষিক শব্দ হলো Prefix.
- উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়।
- উপসর্গ (উপ + √ সৃজ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।
- উপসর্গের অর্থচাকতা (নিজস্ব অর্থ) নেই কিন্তু অর্থদ্যোতকতা (নতুন শব্দ সৃজনের ক্ষমতা) আছে।
- উদাহরণ:
- প্র + হার = প্রহার
- উপ + হার = উপহার
- বি + হার = বিহার
- সম্ + হার = সংহার (মৃত্যু)
- পরি + হার = পরিহার (পরিত্যাগ)
২। উপসর্গের প্রকারভেদ:
- বাংলা ভাষায় ৩ প্রকারের উপসর্গ রয়েছে। যথা:
- খাঁটি বাংলা উপসর্গ - ২১ টি।
- তৎসম বা সংস্কৃত উপসর্গ - ২০ টি।
- বিদেশি উপসর্গ - অসংখ্য।
- ফারসি উপসর্গ - ১০ টি।
- আরবী উপসর্গ - ৬ টি
- ইংরেজী উপসর্গ - ৪টি।
- উর্দু বা হিন্দি উপসর্গ - ১টি।
৩। খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
- খাঁটি বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্ব বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে।
- খাঁটি বাংলা উপসর্গগুলো হলো:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
৪। সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় তৎসম উপসর্গ ২০ টি।
- তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্ব বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে।
- তৎসম উপসর্গ মনে রাখার কৌশলঃ
প্রতিদিনের পরা প্রতিদিন পরিলে
অতিদূর অবঅধি আসুবিনি
নিরুৎসম অনুর অভিযোগে
অপি অপ থাকে উপরে।
৫। ফারসি উপসর্গ:
- ফারসি উপসর্গ মনে রাখার কৌশলঃ
নিমবাবু বেয়াদব বদমাশ নালায়েক
কম বখত ফিরোজকে কারচুপি করে
দরবার থেকে বরখাস্ত করে দেন।
৬। আরবী উপসর্গ:
- আরবী উপসর্গ মনে রাখার কৌশলঃ
কিরে লালু এই গরমে বাজে আম খাস।
৭। ইংরেজী উপসর্গ:
- ইংরেজী উপসর্গ মনে রাখার কৌশলঃ
হেড সাব বাড়িতে হাফ এবং স্কুলে ফুল হাতা শার্ট পরেন।
৮। হিন্দি উপসর্গ: হর, হরেক।
0 Comments