Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Muktostudy is an educational website; Dedicated for you

Commission Sheet in Excel | কমিশন শীট

মনেকরি, একজন বিক্রয়কর্মীর কমিশন বের করতে হবে। বিক্রয়কর্মীদের এই কমিশন নির্ণয় করা হয়, তাদের বিক্রয়মূল্যের উপর। যে যত বেশি বিক্রয় করতে তার তত বেশি কমিশন। আর এ কমিশন নির্ণয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক কিছু শর্ত দেয়া থাকে। যার ভিত্তিতে কমিশন নির্ণয় করা হয়।

প্রয়োজনীয় শর্তসমূহ:

* যদি বিক্রয়মূল্য <= ১৫০০০ হয়, তবে কমিশন হবে সেলের ৮%
* যদি বিক্রয়মূল্য <= ২৫০০০ হয়, তবে কমিশন হবে সেলের ১০%
* যদি বিক্রয়মূল্য <= ৩৫০০০ হয়, তবে কমিশন হবে সেলের ১২%
* যদি বিক্রয়মূল্য <= ৪৫০০০ হয়, তবে কমিশন হবে সেলের ১৪%
* যদি বিক্রয়মূল্য <= ৫০০০০ হয়, তবে কমিশন হবে সেলের ১৫%
* যদি বিক্রয়মূল্য > ৫০০০০ হয়, তবে কমিশন হবে সেলের ১৬%

ধাপ-১: নিচের Workbook এর মত হুবহু একটি Workbook তৈরী করুন।

Commission Sheet [muktostudy.blogspot.com]
Commission Sheet
ধাপ-২: Commission বের করতে হবে। Commission বের করার জন্য IF logical Formula ব্যবহার করে উপরোক্ত শর্তসমূহ আরোপ করতে হবে। তাই D2 সেলে কার্সার পয়েন্টার রেখে নিচের ফরমুলা লিখতে হবে:

=IF(C2<=15000,C2*8%,IF(C2<=25000,C2*10%,IF(C2<=35000,C2*12%,IF(C2<=45000,C2*14%, IF(C2<=50000,C2*15%,IF(C2>50000,C2*16%))))))


ফলাফল:
Commission sheet [muktostudy.blogspot.com]
Commission Sheet Result
উপরোক্ত কমিশন শীটের এক্সেল ফাইল ডাউনলোড করুন:



Post a Comment

0 Comments