Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Muktostudy is an educational website; Dedicated for you

ডেটা কি? ডেটার শ্রেনীবিন্যাস আলোচনা কর।

What is Data
Data

ডেটাঃ

আউটপুট বা বিভিন্ন প্রকার ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা বা উপাত্ত হলো একটি একক ধারনা অর্থ্যা ডেটা হলো ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক। Datum শব্দের বহুবচন হলো ডেটা, যার অর্থ হলো ফ্যাক্ট (Fact). কোন ধারনা, বস্তু, অবস্থা, শর্ত ইত্যাদির ফ্যাক্ট, চিত্র বা বর্ননা ডেটার অন্তর্ভুক্ত। প্রতিটি কার্যকলাপই ডেটার জন্ম দেয়। কোন ঘটনায় বহু ডেটা জড়িয়ে থাকে। ডেটা এক বা একাধিক বর্ন, চিহ্ন বা সংখ্যাবিশিষ্ট হতে পারে। যেমন:- রহিম, রোল নং, ২০, টাঙ্গাইল, বাংলা ইত্যাদি হলো কোন বিষয়ের ডেটা।

ডেটার শ্রেনীবিন্যাসঃ

বর্তমানে কম্পিউটারে নূন্যতম সময়ে ও স্বল্প মেমোরি ব্যবহার করে ডেটা প্রসেসিং এর সুবিধার্তে ডেটাকে বিভিন্ন শ্রেনীতে বিভক্ত করা হয়। ডেটার শ্রেনীবিন্যাস নিম্নে ছকের সাহায্যে দেখানো হলোঃ

Classification of Data
Classification of Data

Post a Comment

0 Comments