Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

১৬ তম শিক্ষক নিবন্ধন - ২০১৯ (প্রভাষক - কলেজ পর্যায়)


 ১৬ তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়-প্রভাষক-২০১৯) পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান



 

Q-1: বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

🔔 মুহাম্মদ শহীদুল্লাহ

🔔 দীনেশচন্দ্র সেন

🔔 সুনীতিকুমার চট্রোপাধ্যায়

🔔 সুকুমার সেন

ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ “বাংলা ভাষার ইতিবৃত্ত” রচনা করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ

Q-2: বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

🔔 কোলন

🔔 সেমিকোলন

🔔 হাইফেন

🔔 ড্যাস

হাইফেন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই।

Q-3: “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

🔔 কাজী নজরুল ইসলাম

🔔 ঈশ্বরচন্দ্র গুপ্ত

🔔 বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

🔔 প্রমথ চৌধুরী

যুব সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা “সংবাদ প্রভাকর”।

Q-4: পানি শব্দের প্রতিশব্দ কোনটি?

🔔 বারিধি

🔔 নলিনী

🔔 অপ

🔔 পয়

পানি শব্দের প্রতিশব্দ হলো - অপ, পয়, সলিল, বারি, নীর, অম্বু, উদক, অম্ভ।

Q-5: কোন বানানটি শুদ্ধ?

🔔 মুমুর্ষু

🔔 মুমূর্ষু

🔔 মূমুর্ষু

🔔 মূমূর্ষূ

শুদ্ধ বানান মুমূর্ষু (বিশেষণ পদ) মরতে বসেছে এমন বা মরণাপন্ন।

Q-6: ধামাধরা বাগধারাটির অর্থ কী?

🔔 যথেচ্ছাচারী

🔔 বক ধার্মিক

🔔 তোষামদকারী

🔔 কদরহীন লোক

ধর্মের ষাড় – যথেচ্ছাচারী। ফেকুল পার্টি – কদরহীন লোক। বকধার্মিক -ভন্ড সাধু।

Q-7: দর্শনীয় শব্দটি প্রকৃতি ও প্রত্যয়-

🔔 √ দর্শন + ইয়

🔔 √ দৃশ্ + অনীয়

🔔 √ দৃশ্যৃ + নীয়

🔔 √ দর্শন + ঈয়

সংস্কৃত কৃৎ- প্রত্যয় “অনীয়” যোগে গঠিত দর্শনীয়।

Q-8: “সাথী” শব্দটি কোন লিঙ্গ?

🔔 পুং লিঙ্গ

🔔 স্ত্রী লিঙ্গ

🔔 ক্লীব লিঙ্গ

🔔 উভয় লিঙ্গ

যা দ্বারা স্ত্রী - পুরুষ উভয় জাতিকেই বোঝায, তাই উভয় লিঙ্গ। যেমন: সাথী, শিশু, সন্তান ইত্যাদি।

Q-9: “সাপের খোলস” এক কথায় প্রকাশ-

🔔 কৃত্তি

🔔 নির্মোক

🔔 অজিন

🔔 করভ

সাপের খোলস - নির্মোক

Q-10: “রাজায় রাজায় লড়াই করছে” এ বাক্যে রাজায় রাজায় কী-

🔔 প্রযোজন কর্তা

🔔 মুখ্য কর্তা

🔔 ব্যতিহার কর্তা

🔔 নিজন্ত কর্তা

যখন কোন বাক্যে দুটি কর্তা একই জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন: রাজায় রাজায় লড়াই, বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়া।

Q-11: “উষ্ণ” শব্দের যুক্তাক্ষরটি গঠিত-

🔔 ষ্ + ন

🔔 ষ্ + ণ

🔔 ষ্ + ঞ

🔔 ষ্ + ঙ

ষ্ + ণ

Q-12: কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

🔔 ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক

🔔 ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক

🔔 ভিক্ষুককে ভিক্ষা দাও

🔔 ষ্ + ঙ

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন: ভিখারিকে ভিক্ষা দাও। এ বাক্যে ভিখারিকে চতুর্থী বিভক্তি।

Q-13: প্রসারণ এর বিপরীত শব্দ কোনটি?

🔔 সম্প্রসারণ

🔔 বিবর্ধন

🔔 আকুঞ্চন

🔔 আকর্ষণ

প্রসারণ - আকুঞ্চন

Q-14: কোনটি ফারসি শব্দ?

🔔 চাবি

🔔 চাকর

🔔 চাহিদা

🔔 চশমা

প্রসারণ - আকুঞ্চন

Q-15: কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

🔔 বড় দাদা > বড়দা

🔔 কিছু > কিচ্ছু

🔔 পিশাচ > পিচাশ

🔔 মুক্তা > মুকুতা

শব্দের মধ্যে পরপর দুটি ব্যঞ্জনের পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন: পিশাচ > পিচাশ, লাফ > ফাল ইত্যাদি।

Q-16: “কৃতবিদ্য” শব্দের ব্যাসবাক্য কোনটি?

🔔 কৃত যে বিদ্য

🔔 কৃত যে বিদ্যা

🔔 কৃত বিদ্যা যার

🔔 কৃত হয়েছে যার বিদ্যা

যে সমাসে সমস্যমান পদগুলো কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায়, তাবে বহুব্রীহি সমাস বলে। যেমন: কৃত বিদ্যা যার = কৃতবিদ্য, মহান আত্মা যার = মহাত্মা, ধীর বুদ্ধি যার = ধীরবুদ্ধি

Q-17: কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে?

🔔 অব্যয়ীভার

🔔 বহুব্রীহি

🔔 দ্বন্দ

🔔 কর্মধারয়

কর্মধারয়

Q-18: “যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে” এর বাগধারা?

🔔 ব্যাঙের আধুলি

🔔 লেফাফা দুরুস্ত

🔔 রাশভারি

🔔 ভিজে বেড়াল

লেফাফা দুরুস্

Q-19: যোগরুঢ় শব্দ কোনটি?

🔔 বাঁশি

🔔 তৈল

🔔 পঙ্কজ

🔔 চিকামার

পঙ্কজ

Q-20: কোনটি সমার্থক শব্দ নয়?

🔔 পাবক

🔔 পবন

🔔 বহ্নি

🔔 অনল

পবন

Q-21: নিচের কোন বাক্যটি শুদ্ধ?

🔔 কারো ফাগুন মাস, করো সর্বনাশ

🔔 সে প্রাণিবিদ্যায় দুর্বল

🔔 আগত শনিবার কলেজ বন্ধ থাকবে

🔔 বিধি লঙ্ঘিত হয়েছে

বিধি লঙ্ঘিত হয়েছ

Q-22: সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

🔔 কে, রে

🔔 প্রথমা, শূন্য

🔔 র, এর

🔔 এ, তে

ক্রিয়াপদের সাথে সম্পর্ক না করে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্ক করে, তাকে সম্বন্ধ পদ বলে। স্বম্বন্ধ পদে রা, বা এর বিভক্তি যুক্ত হয়। যেমন: মতিনের ভাই বাড়ি যাবে।

Q-23: কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ?

🔔 শুভেচ্ছা

🔔 সংবাদ

🔔 প্রত্যেক

🔔 অতীত

সংবাদ

Q-24:ইউসুফ জোলেখা কী জাতীয় রচনা?

🔔 নাটক

🔔 উপন্যাস

🔔 রোমান্টিক প্রণয় কাব্য

🔔 রম্যরচনা

রোমান্টিক প্রণয় কাব্য

Q-25: কায়কোবাদের প্রকৃত নাম কী?

🔔 কাজেম আল কোরেশী

🔔 আবু নাসের কায়কোবাদ

🔔 কায়কোবাদ ইসলাম

🔔 আবুল হোসেন কায়কোবাদ

কাজেম আল কোরেশ

Q-26:Choose the correct sentence?

🔔 I know what does he want?

🔔 I know what does he wants?

🔔 I know what does he want.

🔔 I know what he wants.

I know what he wants.

Q-27: Which is the correct use of gerund?

🔔 I saw the girl dancing.

🔔 I am dancing on the floor.

🔔 Dancing is a good exercise.

🔔 The girl came here dancing.

Verb- এর সাথে ing যুক্ত হযে একই সাথে verb এবং noun এর কাজ করে তাকে gerund বলে। Dancing is good exercise. বাক্যে Dancing হলো Gerund

Q-28: Ther correctly spelt word is-

🔔 Millennium

🔔 Milennium

🔔 Millenium

🔔 Millinium

Millennium যার অর্থ সহস্রাব্দ, অনাগত স্বর্নযুগ।

Q-29: Which one is correct sentence?

🔔 He is comparatively better today.

🔔 He is good today than before.

🔔 He is better today.

🔔 He is best today than yersterday.

He is better today.

Q-30: The word "Homely" is -

🔔 Noun

🔔 Adverb

🔔 Verb

🔔 Adjective

কিছু কিছু Noun িএর শেষে ly যুক্ত করে Adjective গঠিত হয়। যেমন: Home, time, friend, mother, father, sister, scholar.

Q-31: What you (do) at this moment? The correct form of verb is-

🔔 do you do

🔔 doing

🔔 are you doing

🔔 have done

at this moment, now, right now ইত্যাদি থাকলে, বাক্যটি Present Continuous হয়। সঠিক উত্তর হবে are you doing.

Q-32: Choose the correct answer-

🔔 He gave me good-bye.

🔔 He bade me good-bye

🔔 He told me good-bye

🔔 He wished me good-bye

bye, good bye, good night, farewell ইত্যাদির সাথে verb হিসাবে bid/bade খাটে।

Q-33: The word "Adulteration" can be best explained as-

🔔 to mix something intensely

🔔 to use unusual method

🔔 to make impure by adding inferior ingredients

🔔 to mix poison

Adulteration অর্থ ভেজাল, অপমিশ্রন। অণ্যদিকে impure by adding inferior ingredient অর্থ উপাদানে নিকৃষ্ট কিছু মিশিয়ে অপবিত্র করা।

Q-34: It's hight time time we (change) our food habhit. Here the correct form of verb is-

🔔 changed

🔔 have changed

🔔 should have changed

🔔 should change

It's hight time এর পর Sub + verb থাকলে verb এর past form হয়। সুতরাং সঠিক উত্তর হবে Changed

Q-35: Fiver liters of milk is contained ...... the pot.

🔔 by

🔔 to

🔔 in

🔔 at

Be contained in something - কোন কিচুতে পূর্ণ থাকা।

Q-36: I could not go ..... for the examination due to rain.

🔔 in

🔔 by

🔔 to

🔔 on

Go in for - প্রতিযোগিতায় নামা। In যোগে বাক্যটির বাংলা অর্থ হলো - বৃষ্টির কারনে আমি পরীক্ষায় অংশগ্রহন করতে পারলাম না।

Q-37: The phrase "at loggerheads" means---.

🔔 Very close

🔔 belligerent

🔔 quarreling

🔔 distant relation

at loggerheads - ঝগড়ারত (quarreling), belligerent - যুদ্ধরত, very close- খুবই নিকটে, distant relation - দূর সম্পর্ক

Q-38: Hurry spoils ---.

🔔 the work

🔔 the curry

🔔 to tarry

🔔 no scary

Hurry spoils the curry- তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না। এটি একটি প্রবাদ। tarry - গড়িমসি করা । scary - ভীতিকর।

Q-39: --- water of this lake is pure.

🔔 a

🔔 on or the

🔔 the

🔔 no article

Material Noun এর পূবর্ে the বসে না। তবে নিদর্িষ্ট স্থানের বা নিদর্িষ্ট প্রকারের পদার্থ বোঝাতে material noun এর পূবর্ে the বসে।

Q-40: I wanted the poster to ..........

🔔 hang

🔔 be hanged

🔔 be hunged

🔔 be hung

to এর পর verb এর main form বসে। তাই be hung হবে।

Q-41: "Leave no stone unturned" means

🔔 heavy stone

🔔 impossible

🔔 rare stone

🔔 try every possible means

Leave no stone unturned- চেষ্টার কোনো ত্রুটি না করা। (try every possible means)

Q-42: Would you mind ..... me a cup of tea?

🔔 giving

🔔 make

🔔 bringing

🔔 bring

Would you mind এর পর verb থাকলে তার সাথে ing যুক্ত হয়। সঠিক হলো -giving

Q-43: What is the antonym of "rear"?

🔔 not available

🔔 behind

🔔 front

🔔 available

Rear- পিছন দিক/অংশ, পশ্চাতভাগ, এর বিপরীত হলো Frong - সম্মুখ

Q-44:ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।

🔔 not available

🔔 behind

🔔 front

🔔 available

Rear- পিছন দিক/অংশ, পশ্চাতভাগ, এর বিপরীত হলো Frong - সম্মুখ

Post a Comment

0 Comments