Difference between human and computer
কম্পিউটার ও মানুষের মাঝে পার্থক্য
![]() |
| Deference between human and computer | Introduction to computer |
সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আর মানুষকে সৃষ্টিকর্তা নিজস্ব জ্ঞান ও বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ জীবে পরিনত করেছেন। মানুষ তার জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে, বর্তমানে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক যন্ত্র কম্পিউটার আবিষ্কার করেছেন। মানুষের কাজের সাহায্যকারী হিসাবে কম্পিউটার আবিষ্কৃত হয়েছে। তবে কম্পিউটার মানুষের কাজ করলেও কম্পিউটার ও মানুষের মাঝে অনেক পার্থক্য বিদ্যমান, যা নিম্নে উল্লেখ করা হলো:
মানুষ:
১) মানুষ আল্লাহর সৃষ্ট সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব।
২) মানুষ আবেগ, অনুভূতি ও বিবেক বুদ্ধিসম্পন্ন।
৩) মানুষ একাধারে অনেক সময় কাজ করলে, ক্লান্তি বা অবসাদ দেখা দেয়।
৪) মানুষ নিজেই নিজের কাজ করে থাকে।
৫) মানুষ তার প্রয়োজনমত প্রোগ্রাম তৈরী করতে পারে।
৬) মানুষের স্মৃতি বা ধারনক্ষমতা অসীম।
৭) মানুষ স্বল্প সময়ে বিশাল গানিতিক কাজ সম্পন্ন করতে পারে না।
৮) মানুষ একই সময়ে অনেকগুলো কাজ সম্পন্ন করতে পারে না।
৯) মানুষ মুক্ত চিন্তার অধিকারী।
১০) মানুষ প্রোগ্রামের কোডগুলোর ভুল বুঝে সংশোধন করতে পারে।
কম্পিউটার:
১) কম্পিউটার মানুষের সৃষ্ট বর্তমান সময়ের বিস্ময়কর আবিষ্কার।
২) কম্পিউটারের কোন আবেগ অনুভূতি নেই।
৩) কম্পিউটার দীর্ঘ সময় অনবরত কাজ করতে পারে।
৪) কম্পিউটারকে চালানোর জন্য একজন অপারেটরের প্রয়োজন হয়।
৫) কম্পিউটার কোন প্রোগ্রাম তৈরী করতে পারে না।
৬) কম্পিউটারের ধারনক্ষমতা সসীম।
৭) কম্পিউটার সঠিক নির্দেশনার মাধ্যমে স্বল্প সময়ে কোটি কোটি হিসাব নিকাশ বা গানিতিক কাজ সম্পন্ন করতে পারে।
৮) কম্পিউটারে একই সময়ে অনেকগুলো কাজ বা মাল্টিটাস্কিং করতে পারে।
৯) কম্পিউটার চিন্তাশক্তিবিহীন, শুধুমাত্র কোড বুঝতে পারে।
১০) কম্পিউটার কোডের ভূল বুঝতে পারলেও সংশোধন করতে পারে না।

0 Comments